সোনিয়া এখনও জানেন না দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন।
ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চালু হয়েছে পেইন ক্লিনিক সেন্টার।
হাসপাতালটির কনসালটেন্ট চেম্বার ভবনের চতুর্থ তলায় এই সেন্টার রোববার উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডা. লেনিন চৌধুরীর সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কাজী রাকিবুল ইসলাম, অধ্যাপক ডা. আনোয়ারুল করিম, ডা. এ কে এম রফিকুজ্জামান, ড. পঙ্কজ কান্তি সূত্রধর, ডা. শহীদুল ইসলাম. ডা. এম কে বি তানভীর, ডা. মোস্তফা কামাল, ডা. ওয়াজেদ আমিন প্রমুখ।
হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগীর ক্রনিক পেইন ম্যানেজমেন্টে প্রথাগত চিকিৎসার বাইরে ইন্টারভেনশনাল পদ্ধতি রোগীর কষ্ট লাগব করে।
২০০৪ সালে যাত্রা শুরু করা হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা এই ধরনের বিশেষায়িত চিকিৎসা রোগীদের সুলভে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।