সব মিলিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।
Published : 05 Dec 2023, 04:39 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৬৯ জন রোগী। এ সময়ে এইডিস মশাবাহিত রোগটি পাঁচজনের প্রাণ কেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বাইরে ভর্তি হয়েছে ৫৪৫ জন, ঢাকায় এ সংখ্যা ১২৪।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত যারা মারা গেছে, তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন দুজন, বাকি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩৯ জনের। তাদের মধ্যে ৯৪৭ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বাকি ৬৯২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৬৬৭ জন রোগী। তাদের মধ্যে ৭৫৬ জন ঢাকায় এবং ১ হাজার ৯১১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম পাঁচ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৩১৬৬।
মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম পাঁচ দিনে ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।