এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে।
Published : 01 Nov 2024, 09:32 PM
গেল ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১৯৯ জনে।
নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ৬৩ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহী বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগের রোগী ৫ জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে গেল ২৪ ঘণ্টায় কোনো ভর্তি নেই।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৯৩৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৯৬১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৩৮ জন; আর ২ হাজার ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৬ হাজার ২০৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৯৯০ জন।
এ বছরডেঙ্গু ভয়াবহ রূপ পেয়েছে বর্ষা মৌসুমের শেষে এসে। কেবল অক্টোবর মাসেই ৩০ হাজার ৮৭৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা সারা বছরের মোট ভর্তি রোগীর অর্ধেক। এর অক্টোবরে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৩৪ জনের, যা বছরের মোট মৃত্যুর ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।