ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু

মহামারীর মধ্যে উদ্বেগ বাড়াতে থাকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 12:49 PM
Updated : 26 Sept 2021, 12:49 PM

এ নিয়ে চলতি মাসে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়তে থাকায় গত আড়াই মাসেই ৬১ জনের প্রাণ গেল এইডিস মশাবাহিত এই রোগে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৪২ জন ডেঙ্গু রোগীকে নিয়ে এ মাসে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সাত হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮৫ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও ৫৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ১ হাজার ৪৩ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৮১৪ জন এবং ঢাকার বাইরে ২২৯ জন।

চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ২৫৩ জন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১ জন।

গত অগাস্ট মাসে এই মৌসুমে এক মাসে সর্বাধিক ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৪ জনের।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল, এ বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।

সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।