বাংলাদেশের নাটকের রোমান্টিক গল্পের নায়ক হিসেবে পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব ধোপদুরস্ত পোশাক পরে মেরে পাটপাট করছেন একদল গুণ্ডাকে। কখনও আবার বিচারকের পোশাকে বিচারের রায় দিচ্ছেন। 'ডার্ক জাস্টিস' টেলি সিনেমার ট্রেইলারে এভাবেই দেখা দিলেন অপূর্ব। ট্রেইলার বলছে, সমাজের অন্ধকার জগতের গল্প বলবে 'ডার্ক জাস্টিস'। যে গল্পে খুনের মামলায় জড়িয়ে যাওয়া প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে সবাই ভয় পায়। আর সেই মামলার সুবিচারে অপূর্ব বদ্ধপরিকর। টেলি সিনেমায় এই অভিনেতার সঙ্গে আরও কাজ করেছেন রাশেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মনিরা মিঠু, জয়রাজ, শাহেদ আলী সুজন, সায়লা সাবি, অনিন্দিতা মিমি। আকবর হায়দার মুন্নার লেখা গল্পে, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এর পরিচালক তপু খান ও দেলোয়ার হোসেন দিল। আগামী ২০ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাবে 'ডার্ক জাস্টিস'।
Published : 19 Feb 2024, 09:23 AM