জাতীয় পথ নাট্যোৎসব শুরু

ভাষা শহীদদের স্মরণে গত ৩৪ বছর ধরে ফেব্রুয়ারি মাসে এই উৎসব আয়োজন করে আসছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2024, 06:47 PM
Updated : 1 Feb 2024, 06:47 PM

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের আট বিভাগের ২১ মঞ্চে একযোগে শুরু হয়েছে জাতীয় পথ নাট্যোৎসব।

ভাষা শহীদদের স্মরণে গত ৩৪ বছর ধরে ফেব্রুয়ারি মাসে এই উৎসব আয়োজন করে আসছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

'রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্য সংস্কৃতি'- এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। 

এ সময় পরিবেশন করা হয় দোত্মবোধক গান, নৃত্য ও নাটক। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ।

এবার উৎসবে দেশের তিন শতাধিক নাট্যদল পথনাটক পরিবেশন করবে বলে আয়োজকরা জানান। আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান। 

শুভেচ্ছা বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।