ক্যামিও চরিত্রে নয়, নতুন এক অ্যাকশন সিনেমায় নায়কের ভূমিকায় থাকবেন এই তিন সুপারস্টার; হতে পারে তা ‘টাইগার ৪’।
Published : 25 Nov 2023, 07:18 PM
কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান। মোটামুটি কাছাকাছি সময়েই রুপালি পর্দা কাঁপাতে শুরু করেন তারা। তবে কখনই শাহরুখ, আমির ও সালমান খানকে এক পর্দা ভাগ করতে দেখা যায়নি। এ তিন সুপারস্টারের দুইজন একসঙ্গে পর্দায় হাজির হলেও তিনজন ছিলেন অধরা। এবার সেই অপেক্ষা শেষের পালা।
সংবাদ প্রতিদিন বলছে, শিগগির এই তিন খানকে এক সিনেমায় দেখা যাওয়ার সুযোগ তৈরির ইঙ্গিত এসেছে এক খানের কাছ থেকেই। সেটি ক্যামিও চরিত্রে নয়, নতুন এক অ্যাকশন সিনেমায় নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন তারা। সেটি হতে পারে টাইগার ৪।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপে তেমনই এক মহাপরিকল্পনার ঘোষণা দেন সালমান খান।
ভাইজান জানালেন, “আমি হাজির ছিলাম ‘পাঠান’এ; ‘টাইগার ৩’ এ ছিলেন শাহরুখ। আমাদের এ জুটি অনেকটা শোলের জয়-বীরুর মতো। যেখানে আমি বীরু, শাহরুখ জয়।”
ঠিক তখনই আমিরের উদ্দেশ্যে সালমান বলেন, “গুপ্তচর নির্ভর ওই সিনেমায় আমি আর শাহরুখ তো রয়েইছি; এবার এই দলে যোগ দিক আমিরও। তিনজন একসঙ্গে এলে বক্স অফিস কেঁপে যাবে!”
কিছুদিন আগেই ‘টাইগার ৩’ বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে সালমান ‘টাইগার’ ফ্র্যাঞ্জাইজির নতুন সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছিলেন।
গুঞ্জন চলছে, ইতোমধ্যে সিনেমার তৈরির পরিকল্পনাও শুরু করে দিয়েছেন তিনি; যা মুক্তি পাবে বছর তিনেক পর।
এ খবর প্রকাশ্যে আসতেই নেটিজেরদের একাংশের ধারণা, ‘টাইগার ৪’ এ একসঙ্গে ধরা দেবেন তিন খান।