‘কারার ঐ লৌহকপাট’ গানটির সঙ্গে পুরো বাঙালি জাতির ভাবাবেগ জড়িয়ে আছে। এ আর রহমান যেভাবে সুর করেছেন, তার সঙ্গে গানটির ইতিহাস, পরিপ্রেক্ষিত এগুলো একেবারেই মেলে না। তিনি গানটিকে আধুনিক করতে চেষ্টা করেছেন, ...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার কণ্ঠশিল্পী পথিক নবী, শফিক তুহিন, রন্টি দাস ও সাজিয়া সুলতানা পুতুল।
'এটা গল্প নয়, এটা ইতিহাস, টুঙ্গি পাড়ার সেই ছেলেটি/যার ডাকে জেগেছিল যা আছে তা নিয়ে, এদেশের জনতা সাড়ে সাত কোটি' — এমন কথামালায় সাজানো এ গানের কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান।
গীতিকার রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরই মধ্যে ‘টুঙ্গি পাড়ার সেই ছেলেটি’ শিরোনামের এ গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিটিভির ‘পিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে প্রচারিত হবে গানটি।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। শ্যামল দত্তের গ্রন্থনায় অনুস্থানটি উপস্থাপনা করেছেন শারমিন সুমি।