‘২.৩ মাত্রার ভূমিকম্প’ সৃষ্টি করলেন টেইলর সুইফট

কনসার্টে এই সংগীত তারকার কনসার্টে ভক্তদের উন্মাদনা কাঁপিয়েছে ভূপৃষ্ঠকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2023, 07:47 PM
Updated : 31 July 2023, 07:47 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে এক কনসার্টে টেইলর সুইফটের গানে শ্রোতাদের উন্মাদনা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল।

গত সপ্তাহে সিয়াটলের লুমেন ফিল্ডে সুইফটের কনসার্টে ভক্তদের উন্মাদনার এই প্রতিক্রিয়ার খবরটি দিয়েছে বিবিসি।

২২ ও ২৩ জুলাই সিয়াটলের কনসার্ট প্রসঙ্গে ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ বলেন, মূলত দর্শকদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের প্রভাবে এই কম্পন সৃষ্টি হয়েছিল, যা ২০১১ সালের ‘বিস্ট কোয়েক’র রেকর্ড ভেঙে দিয়েছে।

‘বিস্ট কোয়েক’ ২০১১ সালে আমেরিকান ফুটবলের একটি ম্যাচে দর্শকদের উল্লাসের প্রভাবে সিয়াটলে সৃষ্টি হয়েছিল।

ক্যাপলান- অরবাখ সিএনএনকে বলেছেন, আমেরিকান ফুটবলের ম্যাচ ও সুইফটের কনসার্টের কম্পনের মাত্রার পার্থক্য হল ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টে কারণে দ্বিগুণ মাত্রায় কম্পন হয়।

“আমি কনসার্টের দুই রাতের তথ্য নিয়েছিলাম এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্য করি এগুলো সিগন্যালের একই প্যাটার্নের ছিল।”

সিয়াটলে সুইফটের কনসার্টে মোট ১ লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুইফট ইনস্টাগ্রামে লিখেছেন, “সিয়াটলে সত্যিই আমার প্রিয় উইকএন্ডগুলো মধ্যে একটি। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।”

Also Read: ইতিহাস গড়লেন টেইলর সুইফট