এক যুগের যাত্রা উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নতুন নাটক প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।
Published : 30 Jul 2023, 11:56 AM
প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদযাপন করছে বেসরকারি টেলিভিশন মাছরাঙা টেলিভিশন।
এক যুগের যাত্রা উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নতুন নাটক প্রচার করবে টেলিভিশন স্টেশনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, রোববার রাত সাড়ে ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাভশিপ’।
মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সামিরা খান মাহিনহ আরও অনেকে।
এছাড়া প্রতিদিনের অনুষ্ঠান ‘রাঙা সকাল’ সাজানো হয় বিশেষ আয়োজনে।
‘রাঙাতে এলো মাছরাঙা’- স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল মাছরাঙা টিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এই টেলিভিশন চ্যানেলটি যাত্রালগ্ন থেকে অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলেছে।
“আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙা'র নানামাত্রিক আয়োজন দর্শকদের মন জয় করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণি তৈরি করেছে চ্যানেলটি।”