সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী তারিন জাহান।
Published : 27 Nov 2023, 10:41 PM
ধানমন্ডির ৩২ নম্বর যেন জনারণ্য, তিল ধারণেরও ঠাঁই নেই। নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীরা শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
সোমবার বিকালে হাজারও নেতাকর্মীর আগমনে গণজমায়েত একপর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে। পুলিশের হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি। তার মধ্যেই জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঢাকা-১০ আসনের নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী তারিন জাহান। কিছু সময় অবস্থান করে ভিড় ঠেলে বেরিয়ে যান তারা।
উপস্থিত সংবাদকর্মীরা ফেরদৌসের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করলেও জনসমুদ্রের ভিড়ের মাঝে ফেরদৌসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সন্ধ্যার পর তাকে পাওয়া যায় মোবাইল ফোনে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। এখন যাব গণভবনে। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব।"
নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ফেরদৌস বলেন, “বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি। এবার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। জনগণের প্রতি আমার আস্থা রয়েছে। আমার বিশ্বাস জনগণ আমাকে বিজয়ী করবে।"