ঢাবি নাট্যোৎসব: আট দিনে মঞ্চে আসছে ১৫ নাটক

নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা; অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 09:13 AM
Updated : 28 Nov 2022, 09:13 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক নাট্যোৎসবে এবার ১৫টি নাটকের প্রদর্শনী হতে চলেছে।

উৎসবের এই ষোড়শ আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। ‘হে উৎসুক দৃষ্টিপাত, এ তীর্থে আসো যদি হে শ্রীজ্ঞান, কায়ায় কায়ায় সৃজিব/ নব নব জীবনের মানুষ-রূপ-আখ্যান’ প্রতিপাদ্যে আট দিনের এ উৎসবের আয়োজন করেছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী শুরু হবে।  

নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা; আর অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

উদ্বোধনী দিনে নাট্যোৎসবে এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন অভিনেতা আসাদুজ্জামান নূর।

কোন নাটক কবে

মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক দিয়ে শুরু হবে উৎসবের। ১ ডিসেম্বরের ওই সন্ধ্যায়
মঞ্চস্থ হবে ‘ক্যাম্প’। মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে ‘ক্যাম্প’র নাট্যরূপ দিয়েছেন শংকর কুমার বিশ্বাস এবং নিদের্শনা দিয়েছেন দীপম সাহা।

‘কাকচরিত্র’ মঞ্চস্থ হবে ২ ডিসেম্বর। মনোজ মিত্রের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সাদমান ফাহিম। একদিনে দেখানো হবে নাটক ‘হিস্যা’। সা’দাত হাসান মান্টো থেকে অনুপ্রাণীত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ওবায়দুর রহমান সোহান।

পরদিন ৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দ্য গেম’ নাটক। লুইজি ব্রায়ান্টের লেখা থেকে রূপান্তর ও নির্দেশনায় দিয়েছেন সায়র নিয়োগী। ওইদিন ‘ফুডকনফারেন্স’ নাটকটিরও প্রদর্শনী হবে। আবুল মনসুর আহমেদের লেখা থেকে ‘ফুডকনফারেন্স’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ফারজাদ ইফতেখার কাব্য।

‘ডেথ অব দ্য মুন’ মঞ্চে আসছে ৪ ডিসেম্বর। রচনা ও নির্দেশনা দিয়েছেন নীলিমা হোসেন। মঞ্চস্থ হবে ‘নিনামাররায়’ নাটকও। শংকর কুমার বিশ্বাসের লেখা থেকে এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুজানা জাহেদী।

৫ ডিসেম্বর সন্ধ্যায় ‘দ্য গিফ্ট অব দ্য ম্যাজাই’ নাটক দিয়ে শুরু হবে। উইলিয়াম সিডনি পোর্টারের লেখা থেকে নাট্যরূপ ও নির্দেশনা  দিয়েছেন শাহবাজ ইশতিয়াক পূরণ। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ ও ‘ফ্যাতাড়’ নাটক দুটি।

আন্তন চেখভের লেখা থেকে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ অনুবাদ করেছেন ফয়সাল আবির এবং রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন হোসাইন জীবন। এছাড়া নবারুণ ভট্টাচার্যের লেখা থেকে ‘ফ্যাতাড়’ এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রাফায়াতুল্লাহ।

পরদিন ৬ ডিসেম্বর ‘চূর্ণলিপি’ মঞ্চে আসছে।এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন নিকিতা আযম। একই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কণ্ঠনালীতে সূর্য’। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা থেকে নির্দেশনা দিয়েছেন তনুশ্রী কারকুন।

‘রূপান্তর’ মঞ্চস্থ হবে সাত ডিসেম্বর। অচিন্ত্যকুমার সেনগুপ্তের উপসংহার অবলম্বনে ‘রূপান্তরের’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রণব রঞ্জন বালা। দ্বিতীয় নাটকটি হলো ‘একটি আদর্শ সেবা সংস্থা’, রচনা ও নির্দেশনা দিয়েছেন নাসরিন সুলতানা অনু।

উৎসবের সমাপনী দিন ৮ ডিসেম্বরের মঞ্চস্থ হবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই প্রণীত ‘মহুয়া’।নাটকটপির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক রহমত আলী।