‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ছয় নম্বর সিনেমাটি সত্যি সত্যি ‘জলদস্যু’ জনি ডেপকে ছাড়াই আসছে কী না এই নিয়ে ভক্তদের দুঃশ্চিন্তার শেষ ছিল না। কারণ সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলার কারণে হলিউডের ‘ক্যান্সেল কালচারের’ শিকার হয়েছিলেন ডেপ। সেই দলে যোগ দিয়ে এ অভিনেতাকে বিখ্যাত এ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয় ডিজনি। এরপর ডেপ বলেছিলেন, তিনি হয়ত ক্যারিয়ারে অনেক কিছুই করবেন কিন্তু জলদস্যু ‘জ্যাক স্প্যারো’ হয়ে আর ফিরবেন না। এও শোনা গিয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির ছয় নম্বর সিনেমাটি করার জন্য এ অভিনেতার কাছে ৩০১ মিলিয়ন ডলারের প্রস্তাবসহ একটি ক্ষমা প্রার্থনা নোট পাঠিয়েছে ডিজনি, কিন্তু ডেপ তার সিদ্ধান্তে অটল আছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬: বিয়ন্ড দ্য হরাইজন’ সিনেমাটির প্রকাশিত ট্রেইলারে দেখা গেছে জনি ডেপ আছেন, এবং দস্যু হয়ে ত্রাস করে চলেছেন। ট্রেইলারে নজর কেড়েছেন ২০ বছর বয়সী অভিনেত্রী জেনা ওতের্গা। সিনেমায় যিনি ডেপের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। ডিজনি ট্রেইলার প্রকাশ করে বলেছে, এটি এই সিনেমার প্রথম ঝলক।
Published : 29 Jan 2024, 04:14 PM