২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন সঞ্জয়।
Published : 19 Nov 2023, 06:44 PM
বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় গাধভী আর নেই; তার বয়স হয়েছিল ৫৭ বছর।
রোববার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয়ের মৃত্যু হয় বলে খবর দিয়েছে পিটিআই।
সকালবেলা মুম্বাইয়ের লোখান্ডওয়ালার বাড়িতে পায়চারি করছিলেন সঞ্জয়। একসময় ঘামতে শুরু করলে তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রয়াত পরিচালকের মেয়ে সনজিনা গাধভী বলেন, “আমরা নিশ্চিত নই, কীভাবে বাবা মারা গেছেন, সম্ভবত হার্ট অ্যাটাক ছিল এটা। তবে তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন। কী করে হঠাৎ সব হয়ে গেল বুঝতে পারছি না।’’
জন্মদিনের মাত্র তিন দিন আগে চলে গেলেন ‘ধুম’ পরিচালক সঞ্জয়। তার মৃত্যুর খবরে পরিচালক-প্রযোজক বনি কাপুর, পরিচালক কুণাল কোহলি, সঞ্জয় গুপ্ত ও অভিনেত্রী শ্রুতি শেঠের মত তারকারা শোক প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়।
২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন সঞ্জয়। যশরাজ ফিল্মসের ব্যানারে পরিচালনা করেছেন ‘ধুম’, ‘ধুম’ ২ এবং ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’-এর মত সুপারহিট সিনেমা।
এছাড়া ‘অপারেশন পরিন্দে’, ‘কিডন্যাপ’ ও ‘আজব গজব লাভ’ সিনেমাও রয়েছে তার পরিচালনার তালিকায়।