একেতো সিনেমা ফ্লপ, তার ওপর ভেঙেছে প্রেম

সারার ভাষ্য, “শেষ পর্যন্ত চাপের কাছে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে চেষ্টা করছেন কি না সেটাই দেখার বিষয়, আমাদের ভুল করা উচিত, আমিও করেছি।“

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 05:58 AM
Updated : 6 March 2023, 05:58 AM

মহামারীর শুরুর বছর ২০২০ সালকে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের জন্য ‘ভয়াবহ’ বলে মনে করেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। কারণ ওই বছরটি দিয়েই সিনেমায় তার ব্যর্থতা শুরু, সেই সঙ্গে প্রেমে ভাঙন আসে ওই সময়টিতেই।

টাইমস অব ইনডিয়া জানিয়েছে, একের পর এক সিনেমা ‘ফ্লপ’ হওয়ার কারণ নিয়ে ভেবেছেন সারা, আর সেই আত্মউপলব্ধিই কে সাক্ষাৎকারে প্রকাশ করেছেন শর্মিলা ঠাকুরের নাতনি ও সাইফ আলী কন্যা।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী সারা আলী খানের, এরপরে করেন ‘সিম্বা’।

শুরুটা খারাপ ছিল না। এর দুবছর বাদে সারাকে পরপর দেখা যায় ‘লাভ আজকাল’, ‘কুলি নাম্বার ওয়ান’ এবং ‘আতরঙ্গি রে’ সিনেমায়। কিন্তু এই তিনটি কাজের কোনটি দিয়েই দর্শকমন জিততে পারেননি সারা। 

সারা বলেন, “’ লাভ আজকাল’ সিনেমায় আমার অভিনয় অত্যন্ত ভয়াবহ ছিল। ‘কেদারনাথ’, ‘সিম্বা’র পর আমার উপরে মা-ভাইয়ের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। এটাও একটা চাপ তৈরি করে। পরে ‘লাভ আজকাল’ ও ‘আতরঙ্গি রে’ ছবিতে আমাকে দেখে বেশিরভাগ মানুষই বিস্মিত হয়ে বলেছিলেন, ‘এটা সত্যিই সারা!’।“

সারার ভাষ্য, “প্রতিটি মানুষের উপরে তার আপনজন বা কাছের মানুষদের প্রত্যাশার চাপ থাকে। আপনি ভালো করলে চাপ বাড়ে, খারাপ করলে তো কথাই নেই। যাই হোক শেষ পর্যন্ত চাপের কাছে ভেঙে না পড়ে উঠে দাঁড়াতে চেষ্টা করছি কি না সেটাই দেখার বিষয়। আমাদের ভুল করা উচিত, আমিও করেছি।“

সারা জানান, ‘লাভ আজকাল’ সিনেমাটি ওটিটিতে যেদিন মুক্তি পায়, তার কিছুদিন পর থেকে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। ‘লাভ আজকাল’ নিয়ে খারাপ রিভিউ আসায় সারা পরিচালক আনন্দ এল রাইকে বলেছিলেন, তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিতে।

“তখন আনন্দজি আমাকে বলেন, ভয় পাওয়া হল দুর্বল মানসিকতার লক্ষণ। সারা ভয় পেতে পারে কিন্তু আমাদের রিঙ্কু (‘আতরঙ্গি রে’ সিনেমায় সারার চরিত্রের নাম) কখনও ভয় পায় না।“

সারা মনে করছেন তিনি ‘শেখার’ পর্যায়ে আছেন। তাই তার যেসব সিনেমা দর্শক জনপ্রিয়তা পায়নি সেগুলোর বেহাল অবস্থার জন্য নিজেকেই ‘দায়ী’ করেন। সেই সঙ্গে আরও জানান, শিগগিরই নতুন চমক নিয়ে আসছেন পর্দায়।

কার্তিকের সাথে প্রেম

‘লাভ আজকাল’ সিনেমায় সারার নায়ক ছিলেন কার্তিক আরিয়ান। গুঞ্জন রটেছিল, এই ছবিতে শুটিংয়ের সময়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই তরুণ শিল্পী। কার্তিক ও সারা অবশ্য কখনোই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। এর কিছুদিন পরই জানা যায়, তাদের প্রেম ভেঙে গেছে।

তিন বছর বাদে সারা ফের জানালেন, ২০২০ সাল শুরু হয়েছিল তার ‘ভাঙন’ দিয়ে। তবে সেই ভাঙন কার সঙ্গে, তা নিয়ে মুখ খোলেননি।

তবে গত ফেব্রুয়ারিতে ‘প্রেম নিবেদন দিবসে’ একসাথে দেখা যায় সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। আর সেই থেকে ভক্তরা ভাবছেন, প্রেম বুঝি জোড়া লেগে গেল আবার!

এদিকে গুঞ্জন আছে ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সাথেও সারা প্রেম করছেন।

চলতি বছরে বেশ কয়েকটি সিনেমায় পর্দায় আসছেন সারা। মুক্তির অপেক্ষায় আছে সারার ‘গ্যাসলাইট’সহ আরও দুটি সিনেমা। এছাড়া ‘মার্ডার মুবারক’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সারা।