‘সালার’ সিনেমার নির্মাতা-প্রযোজকরা চাইছেন না, শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গে টক্কর দিতে গিয়ে ফের ভরাডুবি হোক ‘আদিপুরুষের’ প্রভাসের।
Published : 06 Nov 2023, 01:53 PM
বাহুবলী খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের আগামী সিনেমা ‘সালার’ মুক্তি ফের পেছাতে পারে। সিনেমার নির্মাতা-প্রযোজকরা চাইছেন না, শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গে টক্কর দিতে গিয়ে ফের ভরাডুবি হোক ‘আদিপুরুষের’ প্রভাসের।
যদিও সিনেমার ডেটাবেইজ ‘আইএমডিবি’তে ‘সালার’ মুক্তির সম্ভাব্য তারিখ দেখাচ্ছে ২২ ডিসেম্বর। সেখানে সিনেমাটি দেখতে দর্শকদের আহ্বানও জানানো হচ্ছে।
কিন্তু সিনেমা পেছানোর সম্ভাবনার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে, একই দিনে মুক্তি পাবে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। সে কারণে প্রভাসও ব্যক্তিগতভাবে চাইছেন, ‘সালার’ মুক্তি পিছিয়ে এমন কোনো তারিখে নিয়ে যাওয়া হোক, যাতে অন্য কোনো বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না হয়।
প্রথম দফায় ‘সালার’ মুক্তির কথা ছিল গত ২৮ সেপ্টেম্বর। সে মাসেও বাধ সাধেন শাহরুখ। ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ দিয়ে বলিউডের কিং খান বক্স অফিসের সব হিসাব নিকাশে ওলটপালট করে ফেলেন।
তারপর ঘোষণা আসে, নভেম্বরে মুক্তি পাবে ‘সালার’। সেটাও হয়নি।
সর্বশেষ ডিসেম্বরে বড়দিনের আগে আগে ২২ ডিসেম্বর তারিখ ঠিক করেও লাভ হচ্ছে না। এবারে ‘ডানকি’ নিয়ে হাজির হয়েছেন শাহরুখ-হিরানি।
অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘সালার’ নির্মাণ করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। জুলাই মাসে প্রকাশ করা হয় সিনেমার টিজার।
সেখানে বলে দেওয়া হয়, এক পর্বে সিনেমার পুরো গল্প শেষ করা হচ্ছে না। আগামীতে আসবে এর সিক্যুয়েল। তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’।
প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মূল আকর্ষণ ‘বাহুবলী’খ্যাত তেলেগু তারকা প্রভাস। যদিও বাহুবলীর পর বক্স অফিসে ভালো কোনো সিনেমা উপহার দিতে পারেননি এই তারকা।
এই নায়কের পরপর তিনটি সিনেমা ‘সাহো’, ‘রাধে শ্যাম’ এবং ‘আদিপুরুষ’ তেমন ব্যবসা করতে পারেনি। হিন্দি সিনেমার বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে প্রভাসের ঘুরে দাঁড়ানোর ভরসা হল ‘সালার’।
‘সালার’-এ প্রভাসের নায়িকা হয়েছেন শ্রুতি হাসান।খল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন।
তেলুগু, কন্নড়, তামিল, হিন্দি ও মালয়ালম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে ‘সালার’।
আরও পড়ুন