পূজায় মাছরাঙা টেলিভিশনে দুই নাটক

নবমী আর দশমীর রাতে দেখানো হবে নাটক দুটি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 11:42 AM
Updated : 2 Oct 2022, 11:42 AM

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুটি বিশেষ নাটক প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার নবমীর রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটক ‘বিজয়ার উপহার’।

সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, মিলন ভট্টাচার্য।

পরদিন বুধবার বিজয়া দশমীর রাতের একই সময়ে ‘আনন্দধাম’ নাটকটি প্রচার করবে মাছরাঙা।

মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন আরশ খান, চমক, আবুল হায়াত, মিলি বাশার।

শনিবার ষষ্ঠী পূজায় শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসবের।