'দেয়ালের দেশ' সিনেমার পাশাপাশি এবার আরও একটি রহস্যেঘেরা গল্পে দেখা গেল ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজকে। সিনেমার নাম 'ওমর', যেখানে রাজের সঙ্গে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোমবার প্রকাশ হওয়া সিনেমার টিজারে আছে রহস্য, সাসপেন্স, খুন-খারাবি আর প্রেমের ঝলক। আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে 'ওমর' সিনেমাটি। রহস্য গল্পের সিনেমাটি বানিয়েছেন পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ। আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু। সিনেমাটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।
Published : 26 Mar 2024, 09:45 AM