১০ নভেম্বর দেওয়ালির দিনে মুক্তির তারিখ ধরে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এসেছে ‘টাইগার থ্রি' সিনেমার টিজার।
Published : 12 Dec 2023, 10:54 AM
“আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর ধরে নিজের সবকিছু দিয়ে ভারতকে রক্ষা করার কাজ করছি। বদলে কিছুই চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি।"
এই বয়ান সালমান খানের। নায়ককে শান্ত গলায় এই প্রশ্ন করতে দেখা গেছে ‘টাইগার থ্রি' সিনেমার টিজারের শুরুতে। তবে টিজার শেষ হয়েছে চোখ ধাঁধানো অ্যাকশন আর মারপিট দিয়ে।
সংলাপে সালমান বলেন, “আমার ছেলেকে আমার কাজের কথা আমি বলব না। ওর দেশ বলবে ওর বাবা কি ছিল, গাদ্দার না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।"
১০ নভেম্বর দেওয়ালির দিনে মুক্তির তারিখ ধরে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এসেছে 'টাইগার থ্রি' সিনেমার টিজার। সালমানের এই ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে সিনেমার সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি।
‘স্পাই ইউনিভার্সের' সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এবারও সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।
‘টাইগার ৩’ সিনেমায় ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানর। সালমানের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই অ্যাকশন দৃশ্যটি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নির্মাতা মনীশ শর্মা।
শর্মা বলেন, “‘পাঠান’ সিনেমায় সালমানের এন্ট্রি যেমন 'জবরদস্ত' ছিল, ঠিক সেই কায়দাতেই ভাইজানের এই সিনেমাতেও শাহরুখের প্রবেশে চমক থাকছে।"
এছাড়া ‘টাইগার ৩’ এর গল্প এই সিনেমাতেই সমাপ্ত হবে না বলে খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। ‘টাইগার থ্রি' হিন্দি ছাড়াও মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)