এত বছর পরেও অনুরাগীদের এই ভালবাসায় আপ্লুত কুমার শানু।
Published : 07 Aug 2023, 01:29 AM
অজস্র সুপারহিট গান উপহার দিয়ে বলিউডে নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় ছিলেন কুমার শানু। এখনও ভক্তদের কাছে আবেগের প্রতিশব্দ তিনি। সম্প্রতি তারই প্রমাণ দিতে অবাক করা কাণ্ড ঘটিয়ে বসলেন এক অনুরাগী।
প্রিয় গায়কের দেখা পেতে রাজস্থান থেকে সাইকেল চালিয়ে ১২০০ কিলোমিটার দূরের শহর মুম্বাইয়ে ওই ভক্ত পাড়ি জমান বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে।
রাকেশ বলোড়িয়া নামক ওই অনুরাগীর বাড়ি রাজস্থানের ঝুনঝুনুতে। সেখান থেকে স্রেফ একটি সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রিয় গায়কের সাথে দেখা করার অভিপ্রায় নিয়ে পৌঁছে যান মুম্বাইয়ে। কুমার শানুর বাড়িতে গিয়ে তাকে উপহার দেন একটি ফুলের তোড়া।
কুমার শানুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাকেশ বলেন, “আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়তাম, তখন থেকে আমি কুমার শানুর গান শুনছি। আমি নিজেও তার গান শুনেই গান গাওয়া শুরু করি। আমি নিজের শহরে গান গিয়ে কত প্রশংসা পাই, সব তার জন্য। আমি যখন গান গাওয়া শুরু করি, তখন আমার পরিবার, আমার প্রতিবেশীরাও আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন, আমি শানুদাকে কতটা শ্রদ্ধা করি।”
এত বছর পরেও অনুরাগীদের এই ভালবাসায় আপ্লুত কুমার শানু বলেন, “অনুরাগীরা আমাদের এতটা ভালবাসেন। রাকেশ ১২০০ কিলোমিটার দূর থেকে এখানে এসেছেন। আমি যখন প্রথমে খবর পেয়েছিলাম তার আসার, তখন বেশ দুশ্চিন্তায় ছিলাম। যদি রাস্তায় কোনো অসুবিধা হয়। কিন্তু উনি এসে পৌঁছনোর পর এবার ভাল লাগছে। স্বস্তি পেয়েছি। তার সঙ্গে দেখা করতে পেরেও ভাল লাগছে।”
কুমার শানু ওরফে কেদারনাথ ভট্টাচার্যের সংগীত প্রতিভা নিয়ে নতুন করে কিছু বলার নেই। নব্বইয়ের দশক থেকে এখনও দাপিয়ে বেড়ানো এই সংগীত শিল্পী’র ২৫টির মতো গান বিবিসি’র শীর্ষ ৪০ বলিউড সংগীতের তালিকায় স্থান পেয়ে আছে। ৩০টি ভাষায় গাওয়া তার ২১ হাজারের বেশি গান রয়েছে।
১৯৯৩ সালে এক দিনে ২৮টি গান রেকর্ড গড়ে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন।