বড় পর্দায় এজেন্ট ইথান হান্টকে দেখার প্রত্যাশা আরও ‘বাড়িয়ে’ দিয়ে ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমার আরেকটি ট্রেইলার এসেছে ইউটিউবে। ট্রেইলার জুড়ে দেখা যায় হলিউড নায়ক টম ক্রুজের অসাধারণ সব স্টান্ট আর অ্যাকশনের ছটা। ‘মিশন ইম্পসিবল’ এর এই সপ্তম সিরিজটি নির্মাণ ঘোষণা এসেছিল ২০১৯ সালে। মাঝে বাধ সাধে কোভিড মহামারী। সব ঠিক থাকলে চলতি বছরের ২৩ জুলাই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। আর এই সিনেমার পার্ট টু আসবে আগামী বছর।
Published : 21 May 2023, 05:03 PM