অন্যকে জানার কিংবা নিজেকে জানানোর বড় মাধ্যম এখন ফেইসবুক। সেখানে সক্রিয় বিনোদন জগতের তারকাও। আড্ডা, শুটিং, ফ্যাশন, ঘরোয়া আলাপ, দাম্পত্য কলহ, নতুন কাজের খবর, সবই চলে আসে ফেইসবুকে। উঁকি দিয়ে দেখা যাক তাদের পাতায়, এখন তাদের কে কী করছেন।
নাটক বা সিনেমায় তারা তারকা; তবে নিজের ঘরে তারাও মা। কাজ নিয়ে ব্যস্ত থাকা এই মায়েরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি-খবর তুলে ধরার পাশাপাশি সন্তানের ছবি আর খবরও শেয়ার করেন। সন্তানদের সঙ্গে দেশের তারকাশিল্পী ...