কদিন আগে টিজারের পর সোমবার সোশ্যাল মিডিয়ায় এসেছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’র গান ‘লেকে প্রভু কা নাম’। এই গানে প্রথমবারের মত প্লেব্যাক করেছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী। এছাড়া গানটির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বও মিটিয়েছেন সালমান-অরিজিৎ। হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, সালমানের ভাষ্য হল, ডান্স ট্র্যাকের ‘লেকে প্রভু কা নাম’ তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান চলেছে বলে মনে করছেন তিনি। গানটির সুর করেছেন প্রীতম; লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগরা থ্রি’ মুক্তি পাবে ১২ নভেম্বর দীপবলীর দিন।
Published : 23 Oct 2023, 06:12 PM