হাসপাতাল থেকে পরীমনির 'গলাটা ধরে এলো কান্নায়'

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পরীমনি

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 07:40 AM
Updated : 16 May 2023, 07:40 AM

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির চিকিৎসা শুরু হলেও মাকে নিয়ে এসব কাণ্ড ছেলে রাজ্যর কাছে মোটেও ভালো লাগছে না।

এই নায়িকার উপলব্ধি হল, “মায়েদের জীবন কঠিন সুন্দর।“

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পরীমনি মঙ্গলবার গ্লিটজকে জানিয়েছেন, জ্বর থেকে শরীর দুর্বল হয়ে পড়েছে তার।

গ্লিটজের সঙ্গে ফোনে কথা বলতেও কষ্ট হচ্ছিল নায়িকার। ভাঙা গলায় পরীমণি বলেন, “এখন শরীর খুব দুর্বল, সুস্থ হয়ে কথা বলব।“

মঙ্গলবার ভোরে ছেলে রাজ্যের একটি ভিডিও শেয়ার করে পরীমনি লিখেছেন, “গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না।“

পরীমনি পোস্ট শেষ করেছেন এ কথায় “আর কি লিখবো। গলাটা ধরে এলো কান্নায়।“

গত শনিবার ফেইসবুকে পরীমণি লিখেছিলেন ‘জ্বর ১০৩’। কমেন্টে অনেকেই শুভকামনা জানান নায়িকার জন্য।

পরদিন রোববার মা দিবসে হাসপাতালে ভর্তির ছবি শেয়ার করে লেখেন, “হ্যাপি মাদার্স ডে পরী। মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।“

পরীমণির ছেলে রাজ্যের নয় মাস পূর্ণ হয়েছে দিন কয়েক আগে। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে কিছুটা কাজ কমিয়ে দেওয়া এই নায়িকা ফেইসবুকে সক্রিয় থাকেন বেশি।ভক্তদের জন্য ছেলের ছবি আর ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তুলে ধরতে কোনো কার্পণ্য নেই তার।

পরীমনির ‘মা’ সিনেমা মুক্তির অপেক্ষায়। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে।

‘মা’ সিনেমায় পরীমনি ছাড়াও আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার।