‘জেলার’ সিনেমা মুক্তির পর ছোট্ট বিরতি নিতে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া। কখনও সৈকতে রোদ পোহাচ্ছেন, কখনও একা একা ছবি তুলছেন। আবার মজাদার খাবারের স্বাদও নিচ্ছেন মন ভরে। ইনস্টাগ্রামে পোস্ট করা তামান্নার ছবির পসরায় ফুটেছে ছুটির মেজাজ।
Published : 31 Aug 2023, 08:05 PM