এই তিন সিনেমা হল কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’, অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’ এবং সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য'।
Published : 28 Oct 2023, 08:33 PM
ভারতের গোয়ায় আগামী মাস থেকে শুরু হতে চলা 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' দেখানোর জন্য নির্বাচিত হয়েছে কলকাতার তিনটি বাংলা সিনেমা।
কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, এই তিন সিনেমা হল কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’, অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’ এবং সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য'।
গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হতে চলছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৪তম আসর, যা শেষ হবে ২৮ নভেম্বর।
কৌশিক গাঙ্গুলির চিত্রনাট্য ও পরিচালনায় পারিবারিক গল্পের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পায় গত জুনে। এই সিনেমার গল্প এগিয়েছে দুই নারী চরিত্রকে ঘিরে। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, কলকাতার চূর্ণী গঙ্গোপাধ্যায়। এছাড়া, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে।
চিত্রনাট্য এবং জয়া ও চূর্ণীর অভিনয়ে মুক্তির পর দারুণ প্রশংসিত হয় কৌশিকের এই সিনেমাটি। ‘অর্ধাঙ্গিনী’ দাপট দেখিয়েছে বক্স অফিসেও।
কলকাতার পরিচালক অর্জুন দত্তর ‘ডিপ ফ্রিজ’ সিনেমাতে নায়ক আবীর চট্টোপাধ্যায়। তার বিপরীতে কাজ করেছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়া, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর, দেবযানী চট্টোপাধ্যায় আরও কয়েক অভিনয় শিল্পী 'ডিপ ফ্রিজ' সিনেমায় কাজ করেছেন।
সিনেমার গল্পে দেখানো হয়েছে, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় সংসার ভেঙে বেরিয়ে আসেন আবীর। পরে দ্বিতীয়বার বিয়ে করেও পুরনো সম্পর্কের টান নিয়ে টানাপোড়েন চলে আবীরের মধ্যে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
গোয়া সিনে উৎসবে ভারতীয় সিনেমার তালিকায় 'ডিপ ফ্রিজ'র নির্বাচিত হওয়ার খবরে ফেইসবুকে এক পোস্টে নির্মাতা অর্জুন দত্ত বলেছেন, সিনেমাই তার প্রথম প্রেম। আর হয়ত শেষ প্রেম হয়ে টিকে থাকবে সিনেমা। সারা জীবন এই সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান অর্জুন।
নির্মাতা সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’তে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যাপয়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় ও রাজনন্দিনী পাল। এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প দেখানো হয়েছে ‘রবীন্দ্র কাব্য রহস্য’তে।
উচ্ছ্বসিত পরিচালক সায়ন্তন ফেইসবুকে এক পোস্টে বলেন, "নিজের এই ছবি সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে মুখিয়ে ছিলাম। অবেশেষে সেই সুযোগ আসছে।"