অমিতাভকন্যা সিনেমা থেকে দূরে কেন?

শুটিং স্পটে দুর্ঘটনার ট্রমা থেকে বের হতে পারেননি শ্বেতা

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 09:27 AM
Updated : 21 March 2023, 09:27 AM

বাবা অভিনয়ে বলিউড শাসন করছেন দশকের পর দশক ধরে, মাও স্বনামধন্য অভিনেত্রী। ভাই, ভাইয়ের স্ত্রী কাজ করে চলেছেন নিয়মিত, কিন্তু সেই পরিবারের মেয়েকে একটিবারের জন্য দেখা যায়নি পর্দায়। তিনি শ্বেতা বচ্চন।

অমিতাভ ও জয়া বচ্চনের কন্যা শ্বেতার অভিনয় থেকে দূরে থাকার কারণ তুলে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

শ্বেতার অভিনয় জগতের সংস্রব এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মানুষের কৌতুহল আছে। মুম্বাইয়ে নির্মাতা-প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হয়ে শ্বেতা জানিয়েছিলেন, অভিনয় থেকে তার দূরে থাকার কারণ।

শিশুকাল থেকে বাবা-মায়ের সঙ্গে শ্বেতা যেতেন শুটিং স্পটে। একবার শুটিংয়ে গিয়ে তার সাথে ঘটে এক দুর্ঘটনা। যে দুর্ঘটনার ভীতি থেকে আর বের হতে পারেননি অমিতাভ কন্যা।

“বাবার মেকাআপ রুমে খেলছিলাম। খেলতে খেলতে বৈদ্যুতিক সকেটে হাত রেখে ফেলি। তারপর যা হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গিয়েছিলাম।“

“সেই ট্রমা থেকে কি বের হতে পারোনি বা চেষ্টা করোনি?”  করণের প্রশ্নে শ্বেতা বলেন, “জীবনভর ওই ট্রমা থেকে গেল আমার।“

শ্বেতা জানান, এরপর থেকে সিনেমার সেটে যাওয়া বন্ধ করে দেন। বড় হয়েও ওই পথে আর হাঁটেননি।

অমিতাভ মেয়েকে বিয়ে দিয়েছেন ফিল্মি পরিবারে। ১৯৯৭ সালে শ্বেতার বিয়ে হয় ভারতের শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে। নিখিল বলিউডের প্রয়াত অভিনেতা রাজ কাপুরের নাতি। শ্বেতা ও নিখিলের সংসারেও দুই সন্তান নব্য নাভেলি ও অগস্ত্যা।

অভিনেত্রী না হলেও শ্বেতা লেখালেখি করেন। তার লেখা উপন্যাস ‘প্যারাডাইজ টাওয়ারস’ প্রকাশ পায় ২০১৮ সালে। বইটি ‘বেস্ট সেলার’ হিসেবে আলোচিত। এছাড়া একজন পোশাক ব্যবসায়ী হিসেবেও শ্বেতা পরিচিত।