‘লীলা মন্থন’ সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহে।
Published : 10 Nov 2024, 10:22 AM
একটি অভাবী পরিবারের সন্তান বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমা ‘লীলা মন্থন’।
এই সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও রুনা খান। সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন জাহিদ হোসেন।
চলতি সপ্তাহে ‘লীলা মন্থন’র শুটিং শুরুর কথা রয়েছে।
পরিচালক জাহিদ হোসেন গ্লিটজকে বলেন, "আমাদের দেশে প্রায়ই শিশু বিক্রির খবর শোনা যায়। ছোট থেকেই শুনে এসেছি অভাবে পড়ে অনেকে তাদের বাচ্চা বিক্রি করে দেন। এছাড়াও বাচ্চা চুরির ঘটনাও ঘটে।
"এগুলো কেউ দারিদ্রতায় করে, কেউ আবার এই অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে গিয়ে কাজটি করে। এই ধরনের চরিত্রগুলো পর্দায় তুলে ধরার চিন্তা থেকে ‘লীলা মন্থন’ সিনেমার কাজ শুরু করা।”
সিনেমায় ভুক্তভোগী নারী হয়েছেন রুনা এবং শিশু বিক্রি চক্রের দালালের ভূমিকায় আসছেন সেলিম।
নির্মাতার ভাষ্য তিনি বরাবরই মানবিক সম্পর্কের গল্প পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন, এবারেও তার ব্যকিক্রম হচ্ছে না।
জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ কয়েকটি জায়গায় শুটিং করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।
সিনেমায় আরও আছেন অধরা খান, ইমতিয়াজ বর্ষণ, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল এই নির্মাতার সিনেমা 'সোনার চর'। মুক্তির অপেক্ষায় তার ‘ঋতু কামিনী’ নামের আরেকটি সিনেমা।