৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন অভিনেত্রী চমক।
Published : 22 Jun 2024, 05:40 PM
নতুন জীবন শুরু করেছেন ছোট পর্দার দুই অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও সালহা খানম নাদিয়া।
দুজনেই বিয়ের কিছু ছবি ফেইসবুকে পোস্ট করে এই খবর দিয়েছেন।
পেশায় ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেছেন চমক। নাসির তার স্ত্রী চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন।
ঈদে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই বাগদানের খবর দিয়েছিলেন চমক। তারপর গায়ে হলুদের ছবিসহ আরো কিছু ছবি ও ভিডিও বার্তা দিয়ে ভক্তদের সঙ্গে নতুন জীবন শুরুর খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
পোস্ট ছাড়াও শুক্রবার ফেইসবুকে এক স্টোরিতে কাবিননামায় স্বাক্ষরের একটি ছবি পোস্ট করেছেন চমক। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। তবে জানাননি বিয়ের তারিখ।
ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ির সঙ্গে সোনালি রঙের গয়না ও হালকা সাজে বউ সেজেছেন চমক। অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।
চমক বলেছেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, “তার জীবনের লাকি নাম্বার ৯ এবং ৯ জুলাই তার জন্মদিন। বিবাহিত জীবনে সুখী হতে টাকা কখনই চিন্তার বিষয় হতে পারে না। অভিনেত্রী বিশ্বাস করেন ভালোবাসাই তাদের একত্রে রাখবে।”
মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে খাওয়ানো এবং খুব সাধারণ আয়োজনে বিয়ে সেরেছেন বলেও পোস্টে জানান অভিনেত্রী।
অন্যদিকে, সালহা খানম নাদিয়ার স্বামীর নাম সালমান আরাফাত। শুক্রবার বিয়ে করে ফেইসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।
সেসবের মধ্যে প্রথমে আসে প্রাক-বিবাহ অনুষ্ঠানের ছবি। যেখানে বিয়ের মঞ্চে স্বামীর মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে। দুজনের পরনে ছিল সাদা রঙের পোশাক।
পরে স্বামীর সঙ্গে নাদিয়া আরেকটি ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!’
সালমান আরাফাত পেশায় একজন মডেল ও অভিনেতা। আগামীতে ‘মেসমেইট’ নামের একটি সিরিজে দেখা যাবে তাকে।
২০০৮ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল নাদিয়ার। ক্যারিয়ারে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, ২০২০ সালে অভিনয় শুরু করেন চমক। অল্প সময়েই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন এই অভিনেত্রী।