‘গোবিন্দ নাম মেরা’র প্রচারে ব্যস্ত এখন ভিকি কৌশল, কিয়ারা আদবানি ও ভূমি পেডনেকার। এই তিন বলিউড তারকা সিনেমাটির নির্মাতা শশাঙ্ক খৈতানসহ শনিবার এসেছিলেন বলিউড বাবলে; ‘র্যাপিড ফায়ারে’ দিয়েছেন নানা প্রশ্নের উত্তর। সেখানে তারকাদের একজনকে আরেকজনের গুমোর ফাঁস করতেও দেখা গেছে। ‘গোবিন্দ নাম মেরা’ মুক্তি পাবে ১৬ ডিসেম্বর।
এককালে হিন্দি সিনেমার পর্দায় দর্শকদের চুম্বকের মত ধরে রাখা নায়িকা রেখা থেকে শুরু করে হালের বাণী কাপুর; মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান থেকে তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান– কে নেই ‘স্টারডাস্ট’ এর সান্ ...