গীতি আরা নাসরিন ফেইসবুকে লিখেছেন, "লেজেন্ড স্বপন মামাকে নিয়ে ব্যান্ড 'বায়োস্কোপ' তো গান বেঁধে ফেলেছে। আমিও ইতিহাসের অংশ হতে চাই।"
Published : 08 Nov 2024, 10:19 PM
বাংলা গানের ব্যান্ড 'বায়োস্কোপ'র প্রথম মৌলিক গান প্রকাশ হয়েছে।
'চিনি কম লিকার বেশি' শিরোনামের গানটিতে উঠে এসেছে টিএসসি'র চা বিক্রেতা স্বপন মামার গল্পও।
ইউটিউবে নিজেদের প্ল্যাটফর্মে এই গানটি প্রকাশ করেছে 'বায়োস্কোপ', এসেছে ফেইসবুকেও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন শুক্রবার ফেইসবুকে লিখেছেন, "লেজেন্ড স্বপন মামাকে নিয়ে ব্যান্ড 'বায়োস্কোপ' তো গান বেঁধে ফেলেছে। আমিও ইতিহাসের অংশ হতে চাই।"
স্বপন মামার সঙ্গে একটি ছবিও শেয়ার করেন গীতি আরা নাসরিন। মন্তব্যের ঘরে গানটির লিংকও শেয়ার করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে প্রায় চার দশক ধরে চা বিক্রি করেন মো. আবদুল জলিল মিয়া, যিনি সেখানে আড্ডা দেওয়া সবার কাছে পরিচিত ‘স্বপন মামা’ নামে; এই বিক্রেতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
'চিনি কম লিকার বেশি, তোমায় আমি ভালোবাসি' লিরিকের ভাবনা কিভাবে এল জানতে চাইলে বায়োস্কোপ ব্যান্ডের সদস্য তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক বন্ধুর ফেইসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।"
বায়োস্কোপ চাইছে শহরের নানা গল্প তাদের গানে ফুটে উঠুক। তাই নাগরিক জীবনের দৈনন্দিন গল্পের লোকজ প্রকাশই হবে এই ব্যান্ডের মূল উপাদান বলে জানিয়েছেন সদস্যরা।
ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ‘বায়োস্কোপ’ আরও কিছু মৌলিক গানের কাজ করছে।
‘হেলায় ফেলায়' ও 'বিসিএস' নামে দুটি গান দ্রুতই প্রকাশ পাবে তাদের নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে।
ব্যান্ডের আরেক সদস্য সাহস মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বায়োস্কোপের ভাবনাটা আমরা ভাবি ২০২৩ সালের ২০ ডিসেম্বর। শ'খানেক নামের লিস্ট রেডি করে সেখান থেকে বায়োস্কোপ নামটা বেছে নিতেই সময় লেগে যায় মাস খানেক। ব্যান্ড করবো ভাবা যত এক্সাইটিং, এর চেয়ে ঢের বেশি কঠিন শেষ পর্যন্ত পথে নামা এবং সেটা কন্টিনিউ করা।
"সেই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য একে একে যুক্ত হন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, আবীর দাস ও লোবান।"
ব্যান্ডের সদস্য অরণ্য বলেন, "ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে আমরা গলা মিলিয়েছি। শুরুতেই ব্যান্ডের নিজের গান থাকবে সেটাই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একদম প্রথম দিন থেকেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি।"
বায়োস্কোপ কেমন ব্যান্ড হবে? জানতে চাইলে বাপ্পী নবী বলেন, "আমরা কী ধরনের করব, তা ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাবো আমরা।"