অস্কারে ‘এভরিথিং এভরিহোয়্যারের’ জয়জয়কার

অস্কার। সব মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে এভরিথিং এভরিহোয়্যারের ঝুলিতে।   

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 04:39 AM
Updated : 13 March 2023, 04:39 AM

এক চীনা-আমেরিকান পরিবারের ভিন্ন স্বাদের গল্পের সিনেমা এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।

কেবল সেরা চলচ্চিত্র নয়, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) এভরিথিং এভরিহোয়্যারের জয়জয়কার দেখেছে।

দুই নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর অস্কার। সব মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে এভরিথিং এভরিহোয়্যারের ঝুলিতে।   

মিশেল ইয়ো প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন। ‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছেন অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার।

পার্শ্বচরিত্রের দুটি পুরস্কারই গেছে সেই এভরিথিং এভরিহোয়্যারের দুই কুশলীর হাতে। জেমি লি কার্টিস পেয়েছেন পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার। আর কে হুই কোয়ান পেয়েছেন পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার।

এবার অস্কারে ১১ বিভাগে মনোনয়ন পাওয়া এই সাই-ফাই কমেডি ড্রামা যে বড় সাফল্য পাবে, তা অনেকটা অনুমিতই ছিল। এর আগের পুরস্কারের আসরগুলোতেও এভরিথিং এভরিহোয়্যার দারুণ সাড়া পেয়েছিল।

অস্কারে সেরা সিনেমার লড়াইয়ে আরও ছিল অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফেবলম্যানস, টার,টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গল অব স্যাডনেস ও উইমেন টকিং। সবাইকে টপকে গেছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস।

অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চারটি বিভাগে অস্কার পেয়েছে। আর দ্য হোয়েল পেয়েছে দুটি অস্কার, যার একটি হল সেরা অভিনেতার পুরস্কার।

কোন বিভাগে কে জয়ী

  • সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস

  • সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস)

  • সেরা অভিনেতা: ব্রেনডান ফ্রেজার (দ্য হোয়েল)

  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)

  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)

  • সেরা পরিচালক: ড্যানিয়েল শাইনার্ট ও ড্যানিয়েল কোয়ান (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস)

  • সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস

  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য:  উইমেন টকিং

  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গিয়েলমো ডাল টোরস পিনোকিও

  • সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি

  • সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)

  • সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)

  • সেরা মৌলিক সুর: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

  • সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

  • সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই

  • সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

  • সেরা তথ্যচিত্র (স্বল্প দৈর্ঘ্য): দ্য এলিফ্যান্ট হুইসপারারস

  • সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

  • সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস

  • সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার

  • সেরা শব্দ ধারণ: টপ গান: ম্যাভেরিক

  • সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

  • সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল