চলচ্চিত্র সংসদের অন্যতম জ্যেষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে তিনি পাঁচ দশক ধরে সক্রিয় ভূমিকা রেখেছেন।
Published : 13 Feb 2025, 11:35 AM
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭১ বছর।
বুধবার রাত পৌনে ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন স্বেমি। বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীপুরের জয়দেবপুরে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে তাকে সমাহিত করা হবে।
১৯৫৪ সালের ১৪ এপ্রিল ঢাকায় জন্ম নেওয়া স্বেমি ছাত্রজীবনেই চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন। মুহম্মদ খসরু সম্পাদিত চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ধ্রুপদী’র সহ-সম্পাদনায় তিনি জড়ান ১৯৬৯ সালে। এছাড়া ‘চলচ্চিত্রপত্র’সহ অন্যান্য চলচ্চিত্র বিষয়ক প্রকাশনায় লেখক, সম্পাদক হিসেবে তিনি অবদান রেখেছেন।
চলচ্চিত্র সংসদের অন্যতম জ্যেষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে স্বেমি পাঁচ দশক ধরে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকাল পর্যন্ত স্বেমি এ দায়িত্ব পালন করেছেন।
বেলায়াত হোসেন মামুন বলেন, “তিনি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম অভিভাবক হিসেবে দেশের চলচ্চিত্রের স্বাধীন পরিসর গড়ে তোলার জন্য লড়াই করেছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতিমালা তৈরি, চলচ্চিত্র সেন্সর ব্যবস্থা বাতিল করে সার্টিফিকেশন আইন প্রণয়ন, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বলিষ্ঠ সংগ্রাম করেছেন।
“স্থপতি লাইলুন নাহার স্বেমির আকস্মিক প্রয়াণে দেশের চলচ্চিত্র সংস্কৃতি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও সৎ অভিভাবক হারিয়েছে। আমরা তার প্রয়াণে গভীরভাবে শোকাহত।”