'মিউজিক ফেস্ট’ এর মূল আকর্ষণ পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
Published : 23 Dec 2024, 06:29 PM
ব্যান্ড ‘এভয়েড রাফা’র পরিবেশনা দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরের।
সোমবার ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হয়েছে ‘বিপিএল টি-২০ মিউজিক ফেস্ট’।
কনসার্ট শুরুর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর ‘অ্যাভয়েড রাফা’ ‘আনমনে’ গান দিয়ে পরিবেশনা শুরু করে। এক ঘণ্টার পরিবেশনায় দলটি একে একে গেয়েছে 'তুমি ডাকলেই ফিরব', 'হাড় কালা', 'কষ্ট', 'চলো আরেকবার উড়ি', আনমনে- ২', 'আমি আকাশ পাঠাব' গান।
গান শেষে ব্যান্ডটির ভোকাল রায়েফ আল হাসান রাফা বলেন, “আমাদের মিরপুর স্টেডিয়ামে প্রথম কনসার্ট ছিল, আমরা খুব উপভোগ করেছি। অনেক সুন্দর পরিচ্ছন্ন একটি কনসার্ট। বিপিএলে নির্দিষ্ট কোনো দল নয়, আমি আমার দেশটাকেই সাপোর্ট করি, কারণ সব দলই আমাদের।”
এরপর নামাজের বিরতির পর মঞ্চে ওঠেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও জুলাই অভ্যুত্থানে আহত কয়েকজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর জুলাই গণ আন্দোলনের ওপর বিশেষ প্রদর্শনী দেখানো হয়।
'মিউজিক ফেস্ট’ এর মূল আকর্ষণ পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। রাত সাড়ে ৮টার পর মঞ্চে উঠবেন এই শিল্পী।
ব্যান্ড ‘মাইলস’ ছাড়াও এই শিল্পীর সঙ্গে আরও গাইবেন মুজা, জেফার, সঞ্জয় ও হান্নান।