‘ফেলুদা’, ‘সত্যান্বেষী’, ‘ব্যোমকেশ’ আর গোয়েন্দা মনষ্ক অধ্যাপক ‘সোনাদা’র পর আবীরের নতুন সিনেমাও গোয়েন্দা গল্পের।
Published : 14 Dec 2023, 03:18 PM
চলতি হালে সিনেমা মুক্তির আগে আসে সেই চলচ্চিত্রের একের পর এক গান। সেই চল মেনে কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের নতুন সিনেমার গান প্রকাশ হয়েছে।
‘ফেলুদা’, ‘সত্যান্বেষী’, ‘ব্যোমকেশ’ আর গোয়েন্দা মনষ্ক অধ্যাপক ‘সোনাদা’র পর আবীরের নতুন সিনেমাও গোয়েন্দা গল্পের।
আনন্দবাজার জানিয়েছে, রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি এক সিনেমা নিয়ে আসছেন এই অভিনেতা।
‘হইচই’ স্টুডিয়োর প্রযোজনায় সিনেমাটি তৈরির করেছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করছেন অমিত চট্টোপাধ্যায়। প্রকাশ হওয়া গানটি গেয়েছেন কলকাতার শিল্পী ঋষি পাণ্ডা।
নির্মাতা দেবালয় বলেন, “এই গোয়েন্দা চরিত্র ফেলুদা বা ব্যোমকেশের মত নয়। আমরা আমাদের এই বাস্তব জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছি৷ এই চরিত্র সেই পুরনো দিনগুলো ফিরিয়ে দেবে।“
আবীরের ভাষ্য, নতুন গোয়েন্দা চরিত্রে ‘পুরনো আবীর’কে খুঁজে পাওয়া কঠিন হবে।
“এই সিনেমা করতে গিয়ে পরিচালকের ওপরই পুরোটা ছেড়ে দিয়েছিলাম৷ এবার দর্শকের প্রতিক্রিয়ার পালা,” বলেন আবীর।
আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বাদামী হায়নার কবলে’।
অভিনয় ছাড়াও কলকাতায় সংগীতের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় আবীরকে। গোয়েন্দা গল্প নির্ভর সিনেমা ছাড়াও নানা ধরনের গল্পে-চরিত্রে নিজেকে তুলে ধরতে দেখা গেছে তাকে।
গেল পূজার শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের অ্যাকশন ধর্মী সিনেমা ‘রক্তবীজ’-এ পুলিশ অফিসারের চরিত্র করেন আবীর। এবারের বড়দিনে মুক্তি পেতে চলা ‘কাবুলিওয়ালা’ সিনেমাতেও আছেন তিনি।