মায়ার জঞ্জাল নিয়ে বড় পর্দায় ফিরছেন অপি করিম

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে এক সঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 05:31 PM
Updated : 6 Feb 2023, 05:31 PM

ঢাকার অপি করিম এবং কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’ একসঙ্গে দুই দেশে মুক্তি পাবে আগামী ২৪ ফেব্রুয়ারি।

সোমবার সন্ধ্যায় সিনেমাটির ট্রেইলার মুক্তি দেওয়া হয় অন্তর্জালে। পাশাপাশি কলকাতা বইমেলার এসবিএ প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মায়ার জঞ্জালের ট্রেইলার উম্মোচন করা হয় বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জসীম আহমেদ।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

ট্রেইলারে দেখা যায় অপি করিম ও ঋত্বিক চক্রবর্তীর সংসারের টানপোড়ন ও মান-অভিমানের খণ্ডচিত্র। আছে চোর চরিত্রে অভিনয় করা সোহেল মণ্ডলের সঙ্গে একজন যৌনকর্মীর বিশ্বাস ও ভরসার আলাপ।

সিনেমাটি নিয়ে জসীম গ্লিটজকে বলেন, “আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দনসহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একইভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আমাদের।”

কলকাতা বইমেলায় ট্রেইলার উন্মোচনের পর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেইলারটি আপলোড করা হয়েছে বলে জানান তিনি।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জালের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী।

প্রযোজক জানান, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ব্যাচেলর মুক্তির ১৫ বছর পর মায়ার জঞ্জালের মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। সিনেমাটিতে তার চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।

অপির স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুক আছে সহপ্রযোজক হিসেবে। ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন জসিম আহমেদ।

মায়ার জঞ্জাল সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা।

আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুবি ডটকম’ এ জ্যঁ লুক গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেস, কুয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রঁসোয়া ত্রুফোর মতো খ্যাতিমান নির্মাতাদের মাস্টারপিস সিনেমার পাশাপাশি ‘বিউটিফুল, ইন্টারেস্টিং ও ইনক্রেডিবল’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।

২০২০ সালে চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে আলোচিত মায়ার জঞ্জালের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।