“বাবা শিখিয়েছিলেন কোনো কিছু নিয়ে যেন আত্মতুষ্টিতে না ভুগি।“
Published : 25 Sep 2024, 10:36 AM
হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ এর ব্লকবাস্টার সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বলেছেন, এই আনন্দ তিনি উদযাপন করবেন কাছের মানুষদের সঙ্গে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেছেন সবার সঙ্গে আনন্দভাগ করার চর্চা তাকে তার বাবা অভিনেতা শক্তি কাপুর শিখিয়েছেন।
“বাবা দর্শকদের কাছে খল হিসেবে পরিচিত, কিন্তু আমাদের কাছে বাবা একজন নায়ক। জীবনের সব ভালো বাবা এনে দিয়েছে আমাদের কাছে। ভালো চিন্তা করতে শিখিয়েছে। এছাড়া কোনো কিছু নিয়ে যেন আত্মতুষ্টিতে না ভুগি বাবাও সেটাও আমাদের ছোটবেলা থেকেই বলে দিয়েছেন”, বলেন শ্রদ্ধা।
বলিউডে খল চরিত্রের অভিনেতাদের মধ্যে শক্তি কাপুরকে ‘শক্তিশালী শিল্পী’ বলা হয়ে থাকে। বাবার দেখান পথে বলিউডে এসেছেন শ্রদ্ধা। তবে তাকে এই পর্যন্ত কোনো নেতিবাচক চরিত্রে দেখা যায়নি।
শ্রদ্ধা এখন ভাসছেন ‘স্ত্রী ২’ জোয়ারে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার সিনেমা ‘স্ত্রী’। এর প্রায় ছয় বছর পর গত ১৫ অগাস্টে মুক্তি পায় এটির সিকুয়েল ‘স্ত্রী ২’।
অমর কৌশিক পরিচালিত সিনেমার দুই কিস্তিতেই শ্রদ্ধা ও রাজকুমার রাও জুটি বেঁধেছেন। এবারেও এই অভিনয় শিল্পীই আছেন, আরো কাজ করেছেন বরুণ, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি ও আয়ুষ্মান খুরানা।
শ্রদ্ধার এই সিনেমাটি এরিমধ্যে ‘বাহুবলী ২’ এর হিন্দি সংস্করণের আয় ছাড়িয়েছে। এবং শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ভারতীয় বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড করেছে।
‘স্ত্রী ২’ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, “আমার কাছে সাফল্যর ধারণা অনেকখানিই আলাদা। আমি মনে করি সত্যিকারের সাফল্যের অর্থ হল প্রিয়জনদের কাছাকাছি থাকা, আরামদায়ক ঘুম উপভোগ করা, এমন কাজ করা যা আমার জীবনকে সমৃদ্ধ করবে। মানসিকভাবে শান্তিতে থাকা যাবে।“
ক্যারিয়ারে শক্তি কাপুর কীভাবে মেয়েকে অনুপ্রাণিত করে থাকেন প্রশ্নে অভিনেত্রী বলেন, “বাবার জেনারেশন যেভাবে কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে। আর বাবার ক্যারিয়ারের গল্প আমাকে শিখিয়েছে যে, সব সময় কেউ আমার পক্ষে থাকবে, সেরকম যেন নিশ্চিত ধরে না নেই্।“
‘স্ত্রী ২‘ মুক্তির পর ইনস্টাগ্রামে শ্রদ্ধার অনুসারীদের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে অনুসারীদের দৌড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা।
বর্তমানে এই বলিউডি নায়িকার অনুসারীর সংখ্যা ৯ কোটি ১৫ লাখ। অন্যদিকে মোদীর অনুসারী আছেন ফ৯ কোটি ১৩ লাখ।
এ প্রসঙ্গে শ্রদ্ধার ভাষ্য,” মানুষের ভালোবাসা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আমি যখন দর্শকদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া পাই, ভীষণ ভালো লাগে।“