“সাহস নিয়ে ছেলেটাকে রিকশায় তুলি। এখন জুলাই স্মৃতি জাদুঘরে আমার রিকশা রাখা আছে”, উদীচীর অনুষ্ঠানে এসে বলেন অভ্যুত্থানে নিহত নাফিজের লাশ বহনকারী নূর মোহাম্মদ।
Published : 03 Jan 2025, 06:49 PM
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন।
শুক্রবার সকালে ঢাকার জাতীয় নাট্যশালায় সম্মেলন উদ্বোধন করেন জুলাই-অগাস্ট অভ্যুত্থানে নিহত নাফিজের লাশ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ। অতিথি ছিলেন চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউম।
অনুষ্ঠানের শুরুতে নূর মোহাম্মদ ও মুহাম্মদ কাইউমকে সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হয় শোভাযাত্রা।
আলোচনা পর্বে রিকশাচালক নূর মোহাম্মদ বলেন, “আমি একজন শ্রমিক। সেদিন ছেলেটার মাথায় আমার দেশের পতাকা বাঁধা দেখি। প্রচণ্ড গোলাগুলির কারণে কেউ সেদিন ছেলেটার কাছে যায়নি।
“এই বিচার কার কাছে দেব। সেদিন পতাকার অসম্মান আমি হতে দিইনি; সাহস নিয়ে ছেলেটাকে রিকশায় তুলি। এখন জুলাই স্মৃতি জাদুঘরে আমার রিকশা রাখা আছে। যে পতাকা মানুষ লড়াই করে পেয়েছে, সেই পতাকার অসম্মান যেন আমরা না করি।”
মুহাম্মদ কাইউম বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর থেকে যত আন্দোলন হয়েছে, সেসব আন্দোলনে মূল সারিতে ছিল উদীচী। সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়, সংস্কৃতি মানে জীবনাচার পরিবর্তন।
“একের পর এক সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। জনগণের সরকার গড়ে তুলতে উদীচীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।”
উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, মাহমুদ সেলিম ও ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নুর।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায় সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। বিকাল ৫টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।
উদীচী জানায়, চিত্রশালা মিলনায়তনে শনিবার সকাল ১০টায় ঢাকা মহানগর সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। সেখানে ঢাকা মহানগর সংসদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।