লন্ডনের নটিং হিলে নতুন বাড়ি কিনেছেন আনন্দের বাবা হরিশ অহুজা।
Published : 19 Sep 2024, 12:16 PM
যুক্তরাজ্যের নটিংহামে নিজের বাড়িতে থাকতে থাকতে নাকি ‘বিরক্ত হয়ে গিয়েছেন’ বলিউডি অভিনেত্রী সোনম কাপুর। একঘেয়েমি কাটাতে ঠিকানা বদল করছেন তিনি।
ইন্ডিয়া টুডে বলছে লন্ডনের এক বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ অহুজার সঙ্গে নতুন করে সংসার গোছাতে চলেছেন সোনম। তবে এই বাড়ি সোনম বা আনন্দ কেউই কেনেননি। লন্ডনের নটিং হিলে নতুন বাড়ি কিনেছেন আনন্দের বাবা হরিশ অহুজা।
বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলেই সোনম ও আনন্দ নতুন বাড়িতে গিয়ে উঠবেন বলে জানা গিয়েছে। তবে এই বাড়ির দাম ছাপিয়ে গিয়েছে অন্যান্য তারকাদের বাড়ির মূল্যকে।
ভারতীয় মুদ্রায় ২৩১ কোটি রুপি দিয়ে এই বাড়ি কিনেছেন সোনমের শ্বশুর। লন্ডনের এই বাড়ি আয়তনে ২০ হাজার বর্গফুট।
অনেক গুঞ্জন আর লুকোচুরির পর জমকালো আয়োজনে ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কাপুরের মেয়ে সোনম। বিয়ের পর থেকে বড় পর্দায় আগের মত সোনমকে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সময় এ দম্পতি লন্ডনে থেকেছেন। ২০২২ সালে সোনম ও আনন্দের কোলে আসে তাদের প্রথম সন্তান।
ছেলে বায়ুর জন্মের পর থেকে অভিনয়ে আরও অনিয়মিত হয়েছেন সোনমকে। ছেলেকে ঘিরেই নিজের জগৎ তৈরি করেছেন এই অভিনেত্রী।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী, নিজের দৈনন্দিন জীবনের নানা মুহুর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোনম।
অভিনয় থেকে দূরে থাকলেও কিছু বিজ্ঞাপনচিত্রের শুটিং সেরেছেন তিনি। কিন্তু এবার এসেছে সুখবর। সম্প্রতি মুম্বাইতে সাংবাদিকদের সোনম জানিয়েছেন, আগামী বছর নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি।
কিন্তু এখন নির্মাতাদের সঙ্গে সিনেমা নিয়ে অনেক আলোচনা বাকি আছে সোনমের, তাই এখনই এই বিষয়ে বেশি কিছু বলতে চাইছেন না তিনি।
সোনম বলেন, “তবে এবার দর্শক আমাকে একেবারে অন্য রকমভাবে পেতে চলেছেন, এটুকু বলাই যায়।”
পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনমের। গত বছর ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ শেষ দেখা গিয়েছিল সোনমকে।
এদিকে, ঠিকানা বদল হতে চলেছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরও। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশি হতে চলছেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন বাসস্থান।
এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। ওই বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী।
এ ছাড়া বলিউডের নতুন মা-বাবা দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিংও শতকোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছেন।
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন তারা। যে বাড়ির ঠিকানা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতের কাছে।