সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’।
Published : 10 Oct 2024, 06:25 PM
বাংলাদেশের প্রেক্ষাগৃহে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ দেখার সুযোগ পেতে যাচ্ছে দর্শক।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’ সাফটা চুক্তির আওয়তায় সিনেমাটি আমদানির জন্য ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। তবে হলে মুক্তি দেওয়ার আগে পেতে হবে চলচ্চিত্র সার্টিফিকশন বোর্ডের ছাড়পত্র।
দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি গ্লিটজকে বলেন, “সরকারের অনুমতিক্রমে সিনেমা আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাফটা চুক্তির মাধ্যমে নিয়ে আসছি। ‘স্ত্রী ২’ সিনেমার বিপরীতে ভারতে যাচ্ছে ‘প্রহেলিকা’ সিনেমাটি।
“এখন মুক্তির জন্য সার্টিফিকশন বোর্ড থেকে ছাড়পত্রের অপেক্ষা করছি। এখনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে পারে।"
সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মি অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এবার মুক্তি পাচ্ছে ‘স্ত্রী-২’।
হরর-কমেডি ঘরানার এই সিনেমা ভারতে মুক্তি পায় গত ১৫ অগাস্ট। অমর কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতের বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বিশ্বব্যাপী এ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি।
ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুই সপ্তাহ আগে এক পোস্টে বলেছিলেন, ভারতে সিনেমাটি ৬০০ কোটি রুপি আয় করেছে।
স্ত্রী ২-তে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।
এ সিনেমার বদলে বাংলাদেশ থেকে যে চলচ্চিত্রটি ভারতে যাচ্ছে, সেই ‘প্রহেলিকা’ মুক্তি পেয়েছিল গত বছর। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।
দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল।
‘প্রহেলিকা’তে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ আরো অনেকে। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।