শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে 'টুইস্টার্স' সিনেমার ২০টি শো চলবে।
Published : 16 Aug 2024, 08:47 AM
হলিউডে এক মাস আগে মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া তোলা ‘টুইস্টার্স’ সিনেমাটি দেখার সুযোগ মিলছে বাংলাদেশের দর্শকদেরও।
শুক্রবার থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে ‘টুইস্টার্স’ মুক্তি পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘টুইস্টার’ সিনেমার সিক্যুয়েল এটি। জোসেফ কোসিনস্কির একটি গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস, গ্রেন পাওয়েল, অ্যান্থনি রামোস, ব্র্যান্ডন পেরেয়া, মাউরা টিয়ারনি, সাশা লেন প্রমুখ।
এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একদল তদন্তকারীর গল্প নিয়ে। যারা ওকলাহোমায় একটি টর্নেডো প্রাদুর্ভাবের তদন্ত করতে যায়।
গেল ৮ জুলাই লন্ডনের সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কোয়ারে এ সিনেমার প্রিমিয়ার হয়েছিল। ১৯ জুলাই ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পায়।
এরইমধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে সিনেমাটি। পাশাপাশি বক্স অফিসেও বেশ সাফল্য পেয়েছে। ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় মোট ২০ টি শো চলবে এই সিনেমার।