বাংলাদেশে কেমন গেল 'পাঠানের' প্রথম দিন?

আগ্রহ জাগালেও প্রথম দিন হাউজফুল হয়নি বেশির ভাগ সিনেমা হলে, জানাচ্ছেন হল সংশ্লিষ্টরা।

পাভেল রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 05:06 PM
Updated : 12 May 2023, 05:06 PM

আট বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেল কোনো হিন্দি সিনেমা, যদিও শাহরুখ খান অভিনীত 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছিল মাস চারেক আগেই।

শুক্রবার সিনেমাটি দর্শককের কতটা টানতে পেরেছে? হল সংশ্লিষ্টরা বলছেন, আগ্রহ জাগালেও প্রথম দিন হাউজফুল হয়নি বেশির ভাগ সিনেমা হলে।

তবে সিনেমাটির আমদানিকারক অনন্য মামুন বলছেন, "প্রথম দিনই অভাবনীয় সাড়া ফেলেছে ‘পাঠান’। অনেক হলেই অগ্রিম দুদিনের টিকেট শেষ হয়ে গেছে।"

২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি।

এরপর নানা টানাপড়েন শেষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে মুক্তি পেল ‘পাঠান’। স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪১টি সিনেমা হলে প্রথম সপ্তাহে পাঠানের শো রাখা হয় ২০৬টি।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৩৪টি করে শো রাখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ। তিনি গ্লিটজকে বলেন, "আমাদের সবগুলো হলেই ভালো দর্শক হয়েছে। একেবারে হইহুল্লোড় অবস্থা! সাধারণত ৯০ শতাংশ দর্শক হলেই আমরা হাউজফুল বিবেচনা করি। সেই হিসাবে প্রথম দিন আমাদের সবগুলো শো হাউজফুল হয়েছে।"

শুক্রবার মিরপুরে সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রথম শো দেখেছেন আহমেদ আল সাজিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "সম্পূর্ণ হাউজফুল ছিল না। কয়েকটা সিট খালি ছিল।"

সিনেমাটি আগে অনলাইনে দেখেছিলেন জানিয়ে সাজিদ বললেন, "আমাজন প্রাইমে আগেই দেখেছিলাম। দেখে আহামরি তেমন কিছু মনে হয়নি। তবে বড় পর্দায় অ্যাকশন দৃশ্যগুলো দেখার লোভেই বলতে গেলে ৪০০ টাকা দিয়ে টিকিট কেটে প্রথম শো দেখতে গিয়েছিলাম।

“অনেক দর্শক এসেছিল। বেশিরভাগই ফ্যামিলি নিয়ে। দুই তৃতীয়াংশই ফ্যামিলি। বাকি এক ভাগ বন্ধুবান্ধব, সলো পার্সন। শুক্রবার প্রথম শো বলে হয়তো কয়েকটি সিট খালি ছিল।"

২৫ জানুয়ারি মুক্তির পর বলিউড বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও আসে। শাহরুখ অনুরাগীদের অনেকেই অনলাইনে সিনেমাটি দেখে ফেলেছেন। এ কারণেই সিনেমাটি ফুল হাউজফুল হচ্ছে না বলে মনে করছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।

সারাদেশে মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে দর্শক হয়নি জানিয়ে সুদীপ্ত বলেন, "মাল্টিপ্লেক্স হলে ভালো দর্শক হয়েছে, তবে সিঙ্গেল স্ক্রিন হলে দর্শক হয়নি। এখন সিঙ্গেল স্ক্রিনে তো সিট সংখ্যাও বেশি। কোনো কোনোটাতে ৮০০/১০০০ সিট। যশোরের মণিহারে তো ১৫০০ সিট। সেসব হলে হাউজফুল করা কঠিনই। এছাড়া এই সিনেমাটি চার মাস আগের পুরান। এজন্যও দর্শক কম।"

বলিউডের সাথে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়া গেলে অনেক বেশি দর্শক হত বলে মনে করেন সুদীপ্ত।

"হলিউড সিনেমা আনলে দ্রুত মুক্তি দেওয়ার আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কিন্তু বলিউড সিনেমা আনতে চাইলে অনেক ধাপে জটিলতায় পড়তে হয়। এখন মন্ত্রণালয় একটু আন্তরিক হয়েছে। তবু বলব, দ্রুত সেন্সর দেওয়াসহ অন্যান্য জটিলতা কমাতে হবে। এগুলোর বিস্তারিত সংবাদ সম্মেলন করে আমরা বলব।"

প্রথম দিন ‘পাঠান’ কেমন দর্শক টানতে পেরেছে, এ প্রশ্নের উত্তরে ব্লকবাস্টার সিনেমাসের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান গ্লিটজকে বলেন, "সন্ধ্যার পরও তো শো আছে। বিকাল পর্যন্ত যতগুলো শো হয়েছে, হাউজফুল হয়নি। তবে সন্তোষজনক দর্শক ছিল।"

প্রথম সপ্তাহে ব্লকবাস্টার সিনেমাসের তিন হলে প্রতিদিন ৯টি করে শো হচ্ছে বলে জানান মাহবুব।

মধুমিতা হলে প্রতিদিন পাঁচটি করে শো থাকছে। শুক্রবার বিকাল পর্যন্ত চারটি শোয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গ্লিটজকে বলেন, "প্রথম দিন দর্শক ভালোয় হয়েছে। তবে হাউজফুল হয়নি। চার মাস আগের সিনেমা হওয়ায় দর্শকের অনেকে তো আগেই দেখেছেন। বলিউডের সাথে একই দিনে বাংলাদেশের হলেও সিনেমা মুক্তি দিতে হবে। তবেই দেশের সব হলে আবার দর্শক ফিরবে।"

‘পাঠান’ দিয়ে বলিউড সিনেমা মুক্তির সূচনা হওয়ায় আশাবাদী নওশাদ। তিনি বললেন, "সামনের দিনগুলো ‘পাঠান’ এর হল বাড়বে। দর্শকও বাড়বে। তবে হিন্দি সিনেমা মুক্তির পথ খুলেছে। এখন নতুন ছবি আনতে হবে। দর্শক যেন মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারে।"

গত ১০ এপ্রিল সাফটার আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। ‘পাঠান’ এর বিপরীতে ভারতের রপ্তানি করা হয়েছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা 'পাঙ্কু জামাই'। সাফটার আওতায় এই বছর পরীক্ষামূলকভাবে উপমহাদেশীয় ১০টি ছবি আনতে পারবেন আমদানিকারকেরা। শর্ত হল- সমানসংখ্যক সিনেমা রপ্তানি করতে হবে।

কম সংখ্যক হলে পাঠান মুক্তির কারণ জানিয়ে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ এর কর্ণধার অনন্য মামুন বলেন, "অনেক হল মালিক সিনেমাটি নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেসব হলে পরিবেশ নেই। তাদের বলেছি, নারীদের জন্য আলাদা টয়লেট, ভালো পর্দা লাগানোসহ হলের পরিবেশ ঠিক করতে হবে। দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা আশা করছি হল সংখ্যা বাড়বে।"

মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমা প্রদর্শন জটিলতা না থাকলেও সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শন নিয়ে জটিলতা রয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা পরিবেশকের কাছ থেকে পেনড্রাইভে সিনেমা নিয়ে প্রদর্শন করে।