আবারও সিআইপি নির্বাচিত অনন্ত

আবারও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেলেন ঢাকাই সিনেমার তারকা অনন্ত জলিল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2015, 01:32 PM
Updated : 30 April 2015, 01:32 PM

বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ৫৬ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-শিল্প) ঘোষণা করেছে সরকার।

শিল্প মন্ত্রণালয় এক আদেশে জানায়, বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য নীতিমালা অনুযায়ী সাতটি ক্যাটাগরিতে এই ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।

অনন্ত জলিল বৃহৎ শিল্প খাতে সিআইপি মনোনীত হয়েছেন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।

অনন্তর মিডিয়া ম্যানেজার এস এম সজীব গ্লিটজকে জানান, ২০১০ সালে প্রকাশিত তালিকায় প্রথম নাম ওঠে তার। এরপর থেকে টানা ষষ্ঠবারের মতো তার নাম এসেছে।

সজীবের মতে, চলচ্চিত্রের ব্যস্ততা সত্বেও ব্যবসায় যথেষ্ট মনোযোগ দেওয়াতেই তিনি এ মর্যাদা ধরে রাখতে পেরেছেন।

সজীব আরও জানান, ব্যবসা সম্প্রসারণের কাজে এ মুহূর্তে দেশের বাইরে থাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি তার প্রতিক্রিয়া জানাতে পারছেন না।

সাভারের হেমায়েতপুরে অবস্থিত এজেআই গ্রুপ অফ কোম্পানিজের মালিক অনন্ত জলিল মূলত পোশাকশিল্প ব্যাবসায়ী।  পোশাক প্রস্তুতকারী একাধিক কারখানা রয়েছে তার। 

অনন্ত জলিল ঢাকায় ফিরবেন মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে। শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু সিআইপির পরিচিতিমূলক কার্ড নির্বাচিতদের হাতে তুলে দেবেন ৭ মে।