কমান্ডো: ব্যাংককে শুটিং সেরে ঢাকায় আসবেন দেব

বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র শেষভাগের শুটিংয়ে যোগ দিয়ে ব্যাংককে উড়াল দিচ্ছেন টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেব; দুই সপ্তাহে শুটিং সেরে ঢাকায় আসবেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 12:12 PM
Updated : 18 Nov 2021, 12:12 PM

শাপলা মিডিয়ার প্রযোজনায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমায় অভিনয় করছেন দেব।

প্রযোজক সেলিম খান গ্লিটজে জানান, ২৮ ডিসেম্বর থেকে ব্যাংককে শুটিং শুরু করছেন তারা। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে শুটিংয়ের অনুমতি আছে তাদের; আরও ১৫ দিন বাড়ানোর আবেদন করবেন শিগগিরই।

“ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ সিনেমার দৃশ্যধারণ শেষ হবে।”

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনী।

এর আগে কলকাতার বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে; চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রযোজক সেলিম খান।

গত বছরের ডিসেম্বরে সিনেমার টিজার প্রকাশ করেছিল শাপলা মিডিয়া। সেই টিজার দেখে ‘দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাওয়ায়’ তা সরিয়ে নেওয়া হয় বলে পরে এক বিবৃতিতে জানিয়েছিলেন পরিচালক শামীম আহমেদ রনি।

এ সিনেমায় দেব ছাড়াও মাজনুন মিজান, ফজুলুর রহমান বাবু, শিবা শানু, জাহারা মিতুসহ আরও অনেকে অভিনয় করছেন।