‘ফোক ফেস্ট’ এবারও হচ্ছে না

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এ বছরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 11:59 AM
Updated : 15 Nov 2021, 11:59 AM

আয়োজক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের কারণে এবারের আসর স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের মধ্যে গত বছরও  আয়োজনও স্থগিত রেখেছিলেন আয়োজকরা; সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শকরা।

২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজক হিসেবে আছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন।