সজল নূরের যাত্রা: ‘লিপসিংক’ থেকে ‘প্লেব্যাক’

‘ব্যাচ ২০০৩’ সিনেমায় সজল নূরের গাওয়া ‘ধ্বংস আগুন’ গানটি পাঁচ দিনে দশ লক্ষ ‘ভিউ’ হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 10:22 AM
Updated : 8 May 2021, 10:22 AM

এটি তার গাওয়া প্রথম সিনেমার গান; পর্দায় ঠোঁটও মিলিয়েছেন সজল নিজেই।

বিশ বছরেরও বেশি সময় নিয়ে ‘ক্যারিয়ারে’ চলমান সজল নূর। আজও তার করা বিজ্ঞাপনের জিঙ্গেল অনেকের মুখে মুখে ফেরে।

‘ঝলমলে কালো চুল আহা ঝলমলে কালো চুল’ কিউটের এই বিজ্ঞাপনে মাত্র দুইটি লাইনে চুল ঝাকিয়ে মন জয় করেছিলেন সজল। করেছেন উপস্থাপনা। নাটকে অভিনয়। পেয়েছেন পুরস্কারও।

বছরের পর বছর ধরে নিজেকে তৈরি করেছেন সজল। ‘ফিটনেস’ থেকে শুরু করে নাচে গানে অর্জন করেছেন দক্ষতা।

কারণ তিনি সবসময়ই মনে করতেন- রুপালি পর্দার জন্য হতে হবে ‘পারফেক্ট প্যাকেজ’।

তাই নতুন ছবি ‘ব্যাচ ২০০৩’তে গানের দক্ষতাও দেখিয়ে দিলেন নায়ক সজল নূর। এই সিনেমায় অভিনয় করা নিয়েও দারুণ উচ্ছাসিত তিনি।

বলেন, “দর্শক আমাকে এখানে একদমই নতুনভাবে দেখতে পেয়েছেন। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিংয়ের আগে আমি দীর্ঘদিন অন্য কোনো নাটক বা সিনেমার কাজ করিনি।”

তিনি যোগ করেন, “সব‌ মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে। এই সিনেমা নিয়ে যতটুকু আশাবাদী ছিলাম তারও চেয়েও বেশি পেয়েছি। দর্শকদের ভালোবাসায় সত্যি মুগ্ধ হয়েছি।”

প্লেব্যাক নিয়ে সজল বলেন, “সিনেমায় প্রথমবারের মতো প্লে-ব্যাকও করলাম। শুধু বাংলাদেশ নয় কলকাতার দর্শকরাও এ সিনেমা নিয়ে বেশ প্রশংসা করেছেন। ভীষণ ভালো লাগছে৷ কাজটি করা স্বার্থক হয়েছে।”

গানটির শিরোনাম ‘ধ্বংস আগুন’। লিখেছেন ও সুর করেছেন বাপ্পী খান। পার্থ সরকার পরিচালিত এই সিনেমায় রয়েছে অনলাইন প্লাটফর্মে।