করোনাভাইরাসে আক্রান্ত শুভশ্রীকে নিয়ে কটাক্ষ

সুযোগ পেয়ে কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতি নেটনাগরিকরা ক্ষোভ ঝারলেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 02:37 PM
Updated : 22 April 2021, 03:48 PM

কোভিড-১৯’-এ আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেট মাধ্যমে কয়েকদিন আগে নিজেই জানিয়েছেন এই তথ্য।

যে কারণে ৬ মাসের শিশুপুত্র ইউভানকেও তার থেকে দূরে রাখা হয়েছে।

সেই অভাববোধ থেকেই শুভশ্রী সন্তানের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখলেন, “তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে কোনো দিন ভাবিনি।”

মায়ের এই শূন্যতাবোধ নিয়ে জনসাধারণের মনে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তার সেই ইন্সটাগ্রামের পোস্ট ধরে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম জানায়, সহমর্মিতা প্রকাশ করার পরিবর্তে নেটজনতার একাংশ রাজ-শুভশ্রীকে ‘রাজনীতির ধূর্ত শকুন’ বলতেও পিছপা হচ্ছেন না! এমনকী, অভিনেত্রীকে কটাক্ষ করে এও বলছেন যে, “ক্ষমতার লোভে আরও যান ভোটপ্রচারে।”

কারণ অসুস্থ হওয়ার আগে স্বামী রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারকার্যে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী।

তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানো পরিচালক স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরে রয়েছেন প্রায় দেড় মাস ধরে।

সেখান থেকে ফিরে এসেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন শুভশ্রী।

সেই কথা মনে করিয়ে দিয়ে বেশ কয়েকজন ধারণা করেন লেখেন, সেখান থেকেই সংক্রমিত হয়েছেন তিনি। তাই কেউ কেউ মন্তব্যে লিখেছেন, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’

একজন লিখেছেন, “বাড়িতে ছোট বাচ্চা আছে, সেটা না ভেবেই ড্যাং ড্যাং করতে করতে ভোট চাইতে বেরিয়ে পড়লেন? যাই হোক, সুস্থ হয়ে উঠুন।”

এমনকী, ভোটের প্রচারে গিয়ে কতজনের শরীরের সংক্রমণ ছড়িয়ে এসেছেন? বলেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।