পরিচালক থেকে চিত্রগ্রাহক রিঙ্গো

অন্যের ছবিতে প্রথম চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কলকাতার পরিচালক রিঙ্গো।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2021, 09:42 AM
Updated : 8 April 2021, 09:42 AM

বাংলাদেশের মানুষের কাছে রিঙ্গোর পরিচিতি অন্যভাবে থাকতে পারে। তবে কলকাতায় তিনি সফল পরিচালক হিসেবে স্বাক্ষর রেখেছেন বহুবার।

এবার পরিচালনা বাদ দিয়ে অন্যের সিনেমায় প্রথমবার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘দি গ্রিন উইন্ডো’।

হিন্দি ভাষায় নির্মিত এই ছবির কাহিনি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া শীল ঘোষ। মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনাতেও অংশীদার জয়া।

পরিচালনা বাদ দিয়ে কেনো ক্যামেরা ধরলেন রিঙ্গো অর্ণব বন্দ্যোপাধ্যায়?

টাইমস অফ ইন্ডিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সাধারণত নিজের ছবিতেই ক্যামেরা চালাই। তবে অন্যের ছবিতে এবারই প্রথম ক্যামেরা ধরলাম। এর কারণ ইন্দিরা ও জয়া দুজনেই আমার বন্ধু। তাদের অনুরোধ ফেলা যায় না। জয়া এই ছবির মাধ্যমে আবারও ফিরে আসছেন। তাছাড়া ছবির কাহিনিতে পরিবারের বয়োজ্যেষ্ঠদের একাকিত্বের যে গল্প বলা হয়েছে, সেটাও আমাকে আকর্ষণ করেছে।”

মহামারীর এই সময়ে সবাইকে সাবধানে থাকতে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “নিরাপদে থাকতে সবাইকে মাস্ক পরতে হবে। আমার শুটিংয়ে মাস্ক ছাড়া কাউকে কাজ করতে অনুমতি দেওয়া হয় না।”

এই বছর রিঙ্গো নারী-কেন্দ্রিক চরিত্র নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনায় আছেন।