নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2021 12:02 AM BdST Updated: 28 Jan 2021 12:02 AM BdST
ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে মু্ক্তি পাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘ডুব’।
নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ইতোমধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে; ছবিটি ৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে স্ট্রিমিং সাইটটি।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজনায়ও যুক্ত ছিলেন ইরফান।
এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস খানেক আগে নেটফ্লিক্সের কাছে ছবিটি বিক্রি করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
তবে নেটফ্লিক্সে ছবি বিক্রির বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে দাবি করেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অলিমুল্লাহ খোকন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল আজিজের (টাকা পাচারের মামলায় পলাতক আসামী) সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।
২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের ছবিটি মুক্তি পায়। ৯১তম অস্কারে বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিনিধিত্ব করে ‘ডুব’।
চলচ্চিত্রটিতে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।
-
সেন্সর পেল ‘চন্দ্রাবতী কথা’, মুক্তি ঈদের পর
-
বহুদিন পর জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই