বাংলাদেশি গীতিকারের কথায় সুর বাঁধছেন শান্তনু মৈত্র

বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী‌ভি‌ত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু'-এর একটি গানের সুর ও সংগীতায়োজনের দায়িত্ব পেয়েছেন ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 04:05 PM
Updated : 26 Jan 2021, 04:05 PM

গানটির জন্য ইতোমধ্যে তাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ছবির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী ।

বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন গীতিকার গানটি লিখেছেন; আগামী সপ্তাহে তার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

জেমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গানটি নিয়ে শান্তনু মৈত্রর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। সঙ্গত কারণে গীতিকারের নামটা এখনই জানাচ্ছি না। গানটির জন্য শিগগিরই শিল্পী নির্বাচন প্রক্রিয়াও শুরু হবে।”

২০১৪ সালে ‘না বাঙ্গারু তাল্লিতে’ ছবির আবহ সংগীতের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শান্তনু মৈত্র।

‘থ্রি ইডিয়টস’, ‘লাগে রাহো মুন্না ভাই’সহ বেশ কয়েকটি বলিউডের চলচ্চিত্রে সুরকার হিসেবে কাজ করে শ্রোতামহলে প্রশংসিত হয়েছেন তিনি।

বঙ্গবন্ধুর বায়োপিকের আবহ সংগীতে শান্তনু মৈত্রকে পাওয়া যাবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান জেমী; আপাতত একটি গানেই সুরের দায়িত্ব পেয়েছেন তিনি।

ছবিটি নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।

মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে গত সপ্তাহে দৃশ্যধারণ শুরু হয়েছে; এতে ছবির বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীদের মধ্যে নুসরাত ইমেরাজ তিশা, আরিফিন শুভ, গাজী রাকায়েত, দিব্য জ্যোতিসহ আরও অনেকে অংশ নিয়েছেন।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফজলুর রহমান বাবু, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীর মুম্বাই উড়াল দেওয়ার কথা রয়েছে।